বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রওশন দেশে ফিরছেন রোববার

  •    
  • ২৩ নভেম্বর, ২০২২ ১৮:০০

জাতীয় পার্টিতে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়, রওশন থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তার এক চিঠিকে কেন্দ্র করে। গত ৩১ অক্টোবর হঠাৎ করেই ২৬ নভেম্বর দলের সম্মেলনের ডাক দেন। পরে অবশ্য তা স্থগিত করা হয়। রওশনের উপস্থিতিতে দলের দ্বন্দ্ব নতুন মাত্রা পেতে পারে বলে ভাবা হচ্ছে।

চিকিৎসা শেষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশে ফিরছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশে ফিরলে তাকে জাঁকজমক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি রেখেছে তার অনুসারীরা।

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞা বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ নভেম্বর রওশনকে ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। তিনি থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি বছরের ২৭ জুন দেশে ফিরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেন রওশন। ৫ জুলাই ফের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন তিনি।

৩০ অক্টোবর রওশনের দেশে ফেরার কথা জানিয়েছেন দলে তার অনুসারীরা। কিন্তু সে সময় তিনি ফেরেননি৷

আবদুর রহিম ভূঞার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা রোববার দুপুর সেয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার সঙ্গে আসবেন ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

বর্তমানে জাতীয় পার্টি স্পষ্টত দুই ভাগে বিভক্ত। রওশন দেলটির প্রধান পৃষ্ঠপোষক। তার নেতৃত্বে রয়েছে দলের একটি অংশ। দলটির অপরাংশের নেতৃত্বে রয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় পার্টিতে এই দ্বন্দ্বের সূত্রপাত হয় রওশন থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তার এক চিঠিকে কেন্দ্র করে। গত ৩১ অক্টোবর হঠাৎ করেই ২৬ নভেম্বর দলের সম্মেলনের ডাক দেন। পরে অবশ্য তা স্থগিত করা হয়।

জি এম কাদের ও তার অনুসারীরা রওশনের এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এমনটা করতে পারেন না। এরপর রওশনকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে গিয়ে জি এম কাদেরকে সেই পদে বসাতে স্পিকারকে চিঠি দেয় জাতীয় পার্টির সংসদীয় দল।

রওশনের উপস্থিতিতে এই দ্বন্দ্ব নতুন মাত্রা পেতে পারে বলে ভাবা হচ্ছে।

এদিকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের দেশে ফেরার দিনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শোডাউনের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন দলে তার অনুসারীরা। দলে রওশনপন্থি হিসেবে পরিচিত নেতা ইকবাল হোসেন রাজু নিউজবাংলাকে বলেন, ‘ম্যাডামকে আমরা জাঁকজমক সংবর্ধনার মধ্য দিয়ে রিসিভ করব। তার প্রস্তুতি আমাদের রয়েছে।’

এ বিভাগের আরো খবর