ময়মনসিংহের ভালুকায় শ্বশুরবাড়িতে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে জেলার মুক্তাগাছা উপজেলার বটতলা নামাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার উজান ভাটিপাড়া গ্রামের রাজিব মিয়া ও তার ভাই রানা মিয়া।
নিহত ফখরুলের বাড়ি ভালুকার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ বছর আগে ফখরুল ইসলামের সঙ্গে ভান্ডাব বয়টাপাড়া গ্রামের আকলিমা খাতুনের বিয়ে হয়। ৬ বছর আগে তাদের বিচ্ছেদের পর রাজিবকে বিয়ে করেন আকলিমা। মাস তিনেক আগে রাজিবকে তালাক দিয়ে ফখরুলকে আবারও বিয়ে করেন তিনি। গত ১৪ নভেম্বর ফখরুল শ্বশুরবাড়ি বেড়াতে আসেন।
তিনি আরও জানান, দুদিন পর গভীর রাতে ঘরের বাইরে টয়লেটে যান তিনি। সেখান থেকে বের হলে তাকে দা দিয়ে কোপাতে থাকে দুর্বৃত্তরা। চিৎকার শুনে আকলিমা বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আশপাশের লোকজন তাদের হাসপাতালে নিলে ফখরুলের মৃত্যু হয়। নিহতের ছেলে ছানিম সারোয়ার এ ঘটনায় মামলা করেন।
র্যাবের দাবি, তদন্তে জানা গেছে আকলিমার সাবেক স্বামী রাজিব ও তার ভাই এই হামলা চালিয়েছে। তাদের মঙ্গলবার সকালে মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।