নওগাঁর বদলগাছীতে কৃষক উজ্জ্বল হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত-এর বিচারক ফেরদৌস ওয়াহিদ বুধবার দুপুরে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
বদলগাছী উপজেলার সারঙ্গপাড়া মৌজায় সমবায় থেকে নিবন্ধিত গভীর নলকূপ পরিচালনা করতেন দুর্গাপুর গ্রামের কৃষক উজ্জ্বল হোসেনের চাচা সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালে ৯ মে ওই নলকূপ দখল নেয়ার জেরে গ্রামের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সমিতিতে থাকা কৃষকদের টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে উজ্জ্বলকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে গরম পানিতে মরিচের গুঁড়া মিশিয়ে উজ্জ্বলের শরীরে ছিটিয়ে দেয়। আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচা মাজহারুল ইসলাম ১৩ জনকে আসামি করে থানায় মামলা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদের খালাস দেয়া হয়েছে।