আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হোসনে আরা লুৎফা ডালিয়া।
দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে এই মনোনয়ন দেয়া হয়।
বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
হোসনে আরা লুৎফা ডালিয়া রাজনীতির পাশাপাশি আইন ব্যবসায় যুক্ত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য।
এর আগে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রংপুর জেলা আওয়ামী লীগের নেতা ছিলেন।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, যা ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হবে।