দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, বাবা-মায়ের মারামারি থামাতে গিয়ে ওই শিশু মারা যায়।
উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দাপুর এলাকায় বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পাঁচ বছর বয়সী শিশু জাকারিয়া ওই এলাকার দেলোয়ার হোসেন ও জাকিয়া খাতুন দম্পতির ছেলে।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভোরে রান্না করতে দেরি হওয়ায় দেলোয়ার ও জাকিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ছেলে জাকারিয়া বাবা ও মায়ের মারামারি থামাতে যায়। স্ত্রী জাকিয়াকে উদ্দেশ করে স্বামী দেলোয়ার ঘুষি মারলে সেই ঘুষিটি জাকারিয়ার শরীরে লাগে। এতে ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়।
পরে পুলিশ গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে বাবা দেলোয়ার হোসেন পলাতক।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘ওই শিশুর বাবা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’