নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা হয়েছে।
বিশেষ ক্ষমতা আইনে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন শনিবার রাতে ফতুল্লা থানায় মামলাটি করেন। এতে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, বিএনপি নেতা নজরুল ইসলাম পান্না মোল্লা, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির খান, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লিংকন রাজ খান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, গত রোববার একটি মামলায় ঢাকার কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সাবেক ছাত্রদল নেতা ও শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে। দুপুরে হাজিরা শেষে তাকে ঢাকায় পাঠানোর সময় আদালত চত্বরে বিএনপির ২-৩ শ নেতা-কর্মী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
তিনি জানান, এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর এবং টায়ারে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।