ময়মনসিংহের মুক্তাগাছায় জমির বিরোধের জেরে আবু রায়হান হাবলুকে হত্যার দায়ে তার ভাই ও ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জেলার চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রাশিদুল তালুকদার মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
আসামিরা হলেন- উপজেলার কাশিমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের দুলাল মিয়া ও তার ছেলে তানভীর আহমেদ। তানভীর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন।
নিহত হাবলু মিয়া দুলাল মিয়ার চাচাতো ভাই।
নিউজবাংলাকে এসব নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার।
মামলার বরাত দিয়ে তিনি জানান, দুলাল মিয়ার সঙ্গে তার চাচা ফয়জুর রহমানের জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। ২০১৩ সালের ২৪ জানুয়ারি বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির সময় ফয়জুরকে পিটিয়ে আহত করেন দুলাল ও তানভীর। বাধা দিতে গেলে ফয়জুরের ছেলে হাবলুকে কুপিয়ে আহত করেন তারা। আশপাশের লোকজন তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরদিন নিহতের বাবা ফয়জুর ৬ জনের নামে মুক্তাগাছা থানায় মামলা করে। তদন্তের পর পুলিশ দুলাল ও তানভীরকে গ্রেপ্তার করে। তবে তানভীর জামিন বিদেশে পালিয়ে যায়।