বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রেনেড হামলা: তাজউদ্দীনকে ফেরাতে সাউথ আফ্রিকা যাচ্ছেন শাহরিয়ার

  •    
  • ২২ নভেম্বর, ২০২২ ২০:২১

মাওলানা তাজউদ্দিন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টুর ভাই। তারও মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে এই মামলায়। তাদের আরেক ভাই রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু পেয়েছেন যাবজ্জীবন সাজা।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলা মৃত্যুদণ্ড পাওয়া মওলানা তাজউদ্দীনকে ফেরত দিতে রাজি হয়েছে সাউথ আফ্রিকা। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শিগগির দেশটিতে যাবেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত দেশটির উপরাষ্ট্রমন্ত্রী কোয়াতি ক্যানডিথ দিয়ামিনির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের দুজন সাউথ আফ্রিকায় পলাতক রয়েছে। এর একজন সম্পর্কে আমরা শতভাগ নিশ্চিত। আমরা তাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছি। সাউথ আফ্রিকা তাকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে।’

মাওলানা তাজউদ্দিন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টুর ভাই। তারও মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে এই মামলায়। তাদের আরেক ভাই রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু পেয়েছেন যাবজ্জীবন সাজা।

রাতুলও তাজউদ্দিনের সঙ্গে একই দেশে আছে বলে তথ্য পেয়েছে সরকার। তবে তার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকাকালে এই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতা-কর্মী। নেতা-কর্মীরা মানববর্ম তৈরি করে রক্ষা করেন আওয়ামী লীগ নেত্রীকে।

উপরাষ্ট্রমন্ত্রী কোয়াতি ক্যানডিথ দিয়ামিনির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

এই হামলায় তাজউদ্দিনের সম্পৃক্ততার তথ্য সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই নিশ্চিত হয়। সে সময় তদন্তে উঠে আসে, বিএনপি-জামায়াত জোট সরকারই তাকে পাকিস্তান পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করে। এরপর তিনি সেখান থেকে সাউথ আফ্রিকায় চলে যান।

হামলার ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর চাঞ্চল্যকর এ মামলার রায় দেয় বিচারিক আদালত। এতে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাজউদ্দিন, তার ভাই আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আরও ১১ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

তাজউদ্দিনকে ফেরত পাঠাতে সাউথ আফ্রিকা রাজি হয়েছে বলে ২০১৮ সালের আগস্টে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। সেদিন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মোমেনদিয়া ফেকেতোর নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ কথা জানান। তবে বিষয়টি চার বছরেও আর আগায়নি।

গ্রেনেড হামলায় তাজউদ্দীনের কী ভূমিকা, তিনি কীভাবে বিদেশ যান

মাওলানা তাজউদ্দিন লেখাপড়া করেছেন পাকিস্তানের লাহোরে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রে বলা হয়, তাজউদ্দিন পাকিস্তানে লেখাপড়াকালে কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা, তেহরিক-ই-জিহাদ আল ইসলাম ও হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত হন। তার সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

সাক্ষীদের জবানবন্দি ও আসামিদের স্বীকারোক্তি থেকে প্রকাশ পায় যে ২০০৩ সালে কাশ্মীরভিত্তিক সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা আবদুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট ও তেহরিক-ই-জিহাদ আল ইসলাম নেতা মুজ্জাফর শাহ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান ও মাওলানা তাজউদ্দিনের বাংলাদেশে আসেন।

তারা পাকিস্তান থেকে গ্রেনেড ও গুলি আনেন। এই গ্রেনেডের একটা অংশ মুফতি হান্নান তার সহযোগীদের মাধ্যমে ভারতে পাঠান। কিছু গ্রেনেড মুফতি হান্নান ও মাওলানা তাজউদ্দিন নিজেদের কাছে রেখে দেন।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা প্রাণ হারিয়েছেন

সম্পূরক অভিযোগপত্রে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট হামলার আগের দিন মুফতি হান্নানের সহযোগী আহসান উল্লাহ ও মুফতি মঈন ওরফে জান্দাল তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ধানমন্ডির বাসায় যান। তাদেরকে ১৫টি গ্রেনেড দেন তাজউদ্দিন। আর এই গ্রেনেড দিয়েই পরদিন শেখ হাসিনার সমাবেশে হামলা চালানো হয়।

তদন্তকারী সংস্থা সিআইডির তথ্য অনুযায়ী ২০০৫ সালের ১ অক্টোবর মুফতি হান্নান গ্রেপ্তার হন। এরপর তিনি ১২০ দিন র্যাবের হেফাজতে রিমান্ডে ছিলেন। মুফতি হান্নান তখনই তাজউদ্দিনের নাম বলেছিলেন।

মামলার নথিপত্রে দেখা যায়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) জঙ্গি দমনসংক্রান্ত সেলের কতিপয় কর্মকর্তা ২০০৬ সালের ১০ অক্টোবর তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠিয়ে দেন।

সম্পূরক অভিযোগপত্রে বলা হয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে এবং তৎকালীন প্রধানমন্ত্রীর জ্ঞাতসারে ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (পরবর্তী সময়ে মেজর জেনারেল হিসেবে অবসরপ্রাপ্ত) এ টি এম আমিন, লে. কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ার্দার ও তৎকালীন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুল ইসলাম ডিউক পরস্পর যোগসাজশে তাজউদ্দিনকে বিদেশ পাঠিয়ে দেন।

এ বিভাগের আরো খবর