ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হওয়ায় বিক্ষোভ করেছেন দলটির কুমিল্লার নেতা-কর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর ধর্মসাগর দক্ষিণ পার বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভিক্টোরিয়া কলেজ সড়কের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজি জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
বিক্ষোভ শেষে হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্রের মাতাকে মুক্ত করতে হয়তো আমার ভাই নয়নের মতো আরও অনেককে রক্ত দিতে হবে। আমরা রক্ত দেয়ার জন্য প্রস্তুত আছি। তার পরও এই জুলুমবাজ সরকার থেকে গণতন্ত্রের মাতা বেগম জিয়াকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’
হাজি ইয়াছিন আরও বলেন, নয়নের এই আত্মত্যাগকে বুকে ধারণ করে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সম্মেলনকে সফল করতে হবে।