বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিছু সাংবাদিকের প্রশ্নের কারণে মন্তব্য করতে বাধ্য হওয়ার কথা সরকারকে জানিয়েছেন একাধিক বিদেশি রাষ্ট্রদূত। এই বিষয়টি জানিয়ে গণমাধ্যমকর্মীদের যত্নশীল হওয়ার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পশ্চিমা একাধিক দেশ এমনকি জাপানের রাষ্ট্রদূতের মন্তব্যে সরকার বিরক্তি প্রকাশ করেছে, এমনকি একাধিক দূতের কাছে ব্যাখ্যাও দাবি করেছে।
এর মধ্যে মঙ্গলবার সকালে সিলেট স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত মন্তব্য নিয়ে জিজ্ঞাসা করা হলে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন।’
নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী কথা বলেন পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা নিয়েও। তার কাছে এটি স্রেফ একটি দুর্ঘটনা। বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।’
বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ নিয়েও কথা বলেন মোমেন। সিলেট-১ আসনের এই সংসদ বলেন, ‘বিএনপির সমাবেশে জনসমাগম নিয়ে নিজেরাই হতাশ। তাদের ইচ্ছা ছিল আন্দোলন শুরু করার, তারা ব্যর্থ হয়েছে।’
উন্নয়ন দেখে জনগণ শেখ হাসিনা সরকারকেই আবার নির্বাচিত করবে বলেও মনে করেন মন্ত্রী। বলেন, ‘দেশের উন্নয়নের জন্য দীর্ঘস্থায়ী স্থিতিশীল সরকার প্রয়োজন।’
সকাল সাড়ে ৯টায় এই সাহিত্য মেলার উদ্বোধন করা হয়। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ও সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং লোকসংগীত গবেষক আবুল ফতেহ ফাত্তাহ বক্তব্য দেন।
স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপপরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদও এ সময় উপস্থিত ছিলেন।