রাজধানীর শাজাহানপুরের একটি বাসা থেকে এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অচেতন ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে, সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর নাম মুনিয়া বেগম। তার বয়স ২৪। শাজাহানপুরের গাজীর বস্তি থেকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নারীকে উদ্ধার করেন তার স্বামী। পরে পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নেয়া হয়।
মৃত গৃহবধূর নাম মুনিয়া বেগম। তার বয়স ২৪। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। তার তিন সন্তান রয়েছে।
মুনিয়া স্বামী মনির বলেন, ‘আমি পিকআপ চালক। সকালে আমি বের হই। দুপুরের দিকে আমার স্ত্রী আমাকে মোবাইল ফোনে জানায়, সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছি, তুমি বাসায় এসো। বিকেলে বাসায় গিয়ে দরজা বন্ধ পাই। পরে দরজা খুলে দেখি ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচানো অবস্থায় সে ঝুলছে। এই অবস্থা দেখে আমার ভাইরা শাহজাহানপুর থানা পুলিশকে খবর দেন।’
এ বিষয়ে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বলেন, ‘বাড়িতে গিয়ে গলায় উড়না পেঁচানো গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় পাই। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
‘ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন তিনি।’