নোয়াখালীতে বাবাকে মুক্তিযোদ্ধা দাবি করে মিথ্যা সনদ দিয়ে পুলিশে চাকরি নেয়ার দায়ে পুলিশের এক কনস্টেবলকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেন বিচারক।
সোমবার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া ৩২ বছর বয়সী আরিফুল ইসলাম জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের নুরুল হকের ছেলে।
জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম এখন পলাতক রয়েছেন।
মামলার বরাতে আবুল কাশেম আরও জানান, দণ্ড পাওয়া আসামি ২০১২ সালে পুলিশের কনস্টেবল নিয়োগের সময় বাবাকে মুক্তিযোদ্ধা দাবি করে ভুয়া সনদ জমা দেন। পরে এ সনদে চাকরি হলে তিনি সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করতে থাকেন। কিন্তু নিয়োগের কিছুদিন পর বিষয়টি জানাজানি হয়ে যায়।
তদন্তে মুক্তিযোদ্ধার ভুয়া সনদের বিষয়টি প্রমাণিত হলে ২০১৩ সালে পুলিশ লাইনের তৎকালীন রিজার্ভ অফিসার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম চাটখিল থানায় তার বিরুদ্ধে মামলা করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার এক পর্যায়ে মামলাটির তদন্তের দায়িত্ব পায় দুদক। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় তদন্ত শেষে বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।