আর্জেন্টাইন ফুটবল দলের ভক্ত কুড়িগ্রামের অটোচালক আশরাফুল ইসলাম। আগে বিশ্বকাপ ফুটবলের সময় বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওড়াতেন তিনি। গতবার নিজের বাইসাইকেলটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছিলেন। এবার আকাশি-সাদায় রাঙিয়ে তুললেন নিজের অটোরিকশা।
আশরাফুলের বাড়ি কুড়িগ্রাম পৌরসভার একতা পাড়ায়। লিওনেল মেসির খেলা দেখেন মুগ্ধ হয়ে। প্রিয় ফুটবলার আর প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে ৫ হাজার টাকা খরচ করে অটোরিকশা রং করেছেন তিনি।
নিউজবাংলাকে আশরাফুল বলেন, ‘লোকমুখে ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার খেলার গল্প শুনে আর্জেন্টিনার প্রতি সমর্থন শুরু হয়। পরে মেসির খেলা দেখে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়ে যায়। এবার দলের সমর্থন দেখাতে আর আর্জেন্টিনার অন্য ভক্তদের উৎসাহিত করতে আমার অটোটা রং করেছি।’
ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার রঙে রাঙানো অটোরিকশায় চড়েছেন স্থানীয় মমিনুর রহমার।
তিনি বলেন, ‘আমি ব্রাজিলের সমর্থক হয়েও এমন ব্যতিক্রম রিকশায় চড়েছি। আমরা ভিন্ন ভিন্ন দলের সমর্থক হতেই পারি। কিন্তু সামাজিক বন্ধনে সব বিভেদ ভুলে চলতে চাই সবাই।’