বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুটপাত লিজ: তালিকা চায় হাইকোর্ট

  •    
  • ২১ নভেম্বর, ২০২২ ১৭:৪৩

রাজধানীবাসী প্রতিনিয়ত ফুটপাত দিয়ে চলাচল করে। অথচ এই ফুটপাতগুলো দখল করে লিজ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির দখলদার। এর ফলে জনগণ ভোগান্তিতে পড়ছে: আইনজীবী মনজিল মোরসেদ

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের ফুটপাত লিজ নিয়ে ভাড়া প্রদানকারীদের তালিকা তৈরি করে তা জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে এই ফুটপাত বিক্রি ও ভাড়া দেয়া বন্ধে বিবাবীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

ফুটপাত দখলমুক্ত করতে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিটটি করে।

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি নিউজবাংলাকে বলেন, ‘রাজধানীবাসী প্রতিনিয়ত ফুটপাত দিয়ে চলাচল করে। অথচ এই ফুটপাতগুলো দখল করে লিজ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির দখলদার। এর ফলে জনগণ ভোগান্তিতে পড়ছে।

‘ফুটপাত দখল হওয়ায় সাধারণ মানুষ মুল সড়ক দিয়ে হাটতে বাধ্য হচ্ছে। এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে সড়কে, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এ কারণে ‍ফুটপাত দখলমুক্ত হওয়া প্রয়োজন।’

আদালত কী আদেশ দিয়েছে, সেটি জানিয়ে এই আইনজীবী বলেন, ‘দখলদারকে একটি তালিকা প্রস্তুত করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দিতে বলেছে আদালত। এই কমিটিতে সিটি করপোরেশনের ২ জন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, সিআইডির একজন অফিসারের সমন্বয়ে গঠিত হবে। কমিটি আগামী ৬০ দিনের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে।’

এই রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, দুই সিটি করপোরেশনের মেয়র, রাজউক চেয়ারম্যানসহ ২৯ জনকে ।

এ বিভাগের আরো খবর