বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মসজিদ নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন

  •    
  • ২১ নভেম্বর, ২০২২ ১৪:১৮

আ.ফ.ম কামালউদ্দিন হলের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, ‘পূর্বেও আমরা এই ঝুঁকিপূর্ণ মসজিদে নামাজ পড়েছিলাম। প্রশাসন অনেক টালবাহানা করার পর মসজিদ ভেঙ্গে নির্মাণের উদ্যোগ নিয়েছে ঠিকই কিন্তু কোনো নির্মাণকাজ দৃশ্যমান নয়। নতুন মসজিদের মডেল চলে আসছে কিন্তু কাজ তারা শুরু করছে না। আমরা অতি দ্রুত কাজ শুরু করার দাবি জানাই।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নকশা জটিলতায় বন্ধ হয়ে যাওয়া আ ফ ম কামালউদ্দিন ও শহীদ সালাম-বরকত হল সংলগ্ন মসজিদের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন করে তারা। মানববন্ধনে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু করার দাবি জানানো হয়। এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

মানববন্ধনে শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থী রাফিউল ইসলাম রনি বলেন, ‘ভিসি স্যার দেড় মাস আগে কাজ শুরুর কথা বলেছেন, তবে এখন পর্যন্ত কোনো কাজ দৃশ্যমান নয়।

‘প্রায় দুই-আড়াইশ মানুষ বাইরে বাগানের মধ্যে ইটের ওপরে নামাজ পড়ে। এখন শীতকাল চলে আসায় আমাদের নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে। তাই অতিবিলম্বে ৩০শে নভেম্বরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু করার দাবি জানাচ্ছি। না হয় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

আ.ফ.ম কামালউদ্দিন হলের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, ‘পূর্বেও আমরা এই ঝুঁকিপূর্ণ মসজিদে নামাজ পড়েছিলাম। প্রশাসন অনেক টালবাহানা করার পর মসজিদ ভেঙ্গে নির্মাণের উদ্যোগ নিয়েছে ঠিকই কিন্তু কোনো নির্মাণকাজ দৃশ্যমান নয়। নতুন মসজিদের মডেল চলে আসছে কিন্তু কাজ তারা শুরু করছে না। আমরা অতি দ্রুত কাজ শুরু করার দাবি জানাই।’

শহীদ সালাম-বরকত হলের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ক্যাম্পাসে অধিকতর উন্নয়ন কার্যক্রম চলছে৷ সব কাজ পূর্ণগতিতে চলছে। শুধু মসজিদের কাজ কেন থেমে আছে। মসজিদ নির্মাণ কাজের ধীরগতির জন্য প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের দাবির মুখে মসজিদটির কাজ শুরু হলেও নতুন মডেলের ধারণ ক্ষমতা কম থাকায় বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। পরে নতুন নকশা প্রণয়ন করে মসজিদ নির্মাণের আশ্বাস দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় শহীদ সালাম-বরকত হল এবং কামালউদ্দিন হলের জন্য বরাদ্দকৃত টাকা এক কোটি ২০ লাখ টাকা।

এ বিভাগের আরো খবর