বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমির পাশ থেকে নার্সারি কর্মীর মরদেহ উদ্ধার

  •    
  • ২১ নভেম্বর, ২০২২ ১১:২৭

পুলিশ জানায়, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জিকে ক্যানেলের পাশের জমি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন আছে।

কুষ্টিয়ার মিরপুরে জমির পাশ থেকে আবু তৈয়ব নামে এক নার্সারি কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় এক সাংবাদিক খবরটি দেন। এর কিছু সময় পরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জিকে ক্যানেলের পাশের জমি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন আছে।

ওসি জানান, মরদেহ থেকে অল্প দূরে একটি ছোট চাকু, টর্চলাইট ও মোবাইল ফোনসেট পাওয়া গেছে। এগুলো সাজিয়ে রাখা ছিল। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে ওসি জানান, তৈয়বের বয়স ৫২ থেকে ৫৫ বছরের মধ্যে। তিনি মিরপুরের অঞ্জনগাছি গ্রামে বাস করতেন। তার বাড়ি চট্টগ্রাম এলাকায়। এখানে ১১ বছর ধরে আছেন তিনি। চারা তৈরির জন্য তিনি কলম বানানোর কাজ করতেন।এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো খবর