রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় দুটি বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আল রাহিব। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
দুর্ঘটনার পর শিশু রাহিবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নেয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা আখতার হোসেন জানান, স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি খিলগাঁও যাচ্ছিলেন। ত্রিমোহনীর ইমামবাগ এলাকায় যখন বাসের জন্য অপেক্ষমাণ তখন স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে অন্য একটি বাস পাল্লাপাল্লি করে ওভারটেক করছিল। একটি বাসের নিচে চাপা পড়লে শিশুর ডান হাত থ্যাঁতলে যায়।
শিশু রাহিবের নানি নুর বানু হাসপাতালে বিলাপ করছিলেন। জন্মের পর থেকে নাতিকে কোলে পিঠে বড় করেছেন। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। একপর্যায়ে তিনি কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এই ঘটনায় স্বাধীন পরিবহনের চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।