বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সচিবালয়ে ঢুকতে ‘৫ হাজার, গাড়ির জন্য ১০ হাজার’

  •    
  • ২০ নভেম্বর, ২০২২ ১৯:০৪

প্রবেশপত্রে ছবি থাকবে, তার সঙ্গে চোখের আইরিশ, ফিঙ্গার প্রিন্ট দেয়া থাকবে। এসবগুলো যখন করব তখন আমাদের টাকার প্রয়োজন হবে। যারা নেবেন তারাই এ অর্থ দেবেন আমরা এরকমই মনে করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বেসরকারি ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের জন্য বছরে ৫ হাজার টাকা ফি নির্ধারণ করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেসরকারি গাড়ির প্রবেশের ক্ষেত্রে বছরে ১০ হাজার টাকা নেয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রাধিকারভুক্ত ব্যক্তি ছাড়া অন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ফি তিন হাজার টাকা নির্ধারণের প্রস্তাব হয়েছে। জেলা-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের ক্ষেত্রে এটি দুই হাজার ৫০০ টাকা করার কথা ভাবা হচ্ছে।

এখন পর্যন্ত সচিবালয়ে ঢুকতে কোনো ফি দিতে হয় না। তবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়কে এ সংক্রান্তে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলছেন, সচিবালয়ে প্রবেশের ব্যবস্থাপনায় আধুনিকায়ন করতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। তার মতে নতুন যে ব্যবস্থাগুলো করা হচ্ছে তাতে প্রতিটি প্রবেশপত্রের বিপরীতে বেশ খরচ করতে হবে। এই অর্থ সরকার দেবে না, যারা কার্ড নেবে, তারাই দেবে।

প্রস্তাব অনুযায়ী, ফি-র বিনিময়ে এক বছরের জন্য একজন ব্যক্তিকে একটি প্রবেশ কার্ড দেয়া হবে।

এই প্রস্তাবের বিষয়ে রোববার সচিবালয়েই স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সচিবালয়ে প্রবেশের বিষয়টি আরও স্মার্ট ও যুগপোযোগী এবং আরও নিরাপত্তা সম্বলিত বিষয়গুলো যেন থাকে, সে জন্য সাজেশন আসছিল। এ বিষয়গুলো করতে আমাদের কিছু অর্থের প্রয়োজন হয়ে যায়।’

প্রবেশের ক্ষেত্রে নতুন কী কী সংযোজন করা হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘যেমন প্রবেশপত্রে ছবি থাকবে, তার সঙ্গে চোখের আইরিশ, ফিঙ্গার প্রিন্ট দেয়া থাকবে। এসবগুলো যখন করব তখন আমাদের টাকার প্রয়োজন হবে। যারা নেবেন তারাই এ অর্থ দেবেন আমরা এরকমই মনে করছি।’

এই বিষয়টি চূড়ান্ত হওয়াটা অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ে এটা পাঠিয়ে দেয়া হয়েছে। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

এ বিভাগের আরো খবর