বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকা

  •    
  • ২০ নভেম্বর, ২০২২ ১২:২৬

আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা তার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়ার। প্রিয় দলকে ভালবেসে তিনি ২ হাজার ২২ ফিট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়েছেন। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে এ আনন্দ র‍্যালির আয়োজন করেছেন তিনি।

কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশের আনাচেকানাচে। বিশ্বকাপ উত্তেজনার আনন্দ ঘিরে ফেনীতে দুই হাজার ২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে র‍্যালি করেছেন আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। সেইসঙ্গে ঘোষণা করা হয়েছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশাল আনন্দ র‍্যালি হবে। র‍্যালিতে ভুরিভোজসহ নানা আয়োজন করা হবে।

খেলোয়াড়দের ছবি, প্ল্যাকার্ড হাতে নিয়ে শনিবার বিকেলে ফেনী পাইলট হাই স্কুল মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পরে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার আর্জেন্টিনার ভক্ত অংশ নেন।

ভক্তদের হাতে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, ডিপল, দিবালানহ সেরা খেলোয়াড়দের ছবি যুক্ত করে প্ল্যাকার্ড বানিয়ে তারা র‌্যালি করেন।

আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা তার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়ার। প্রিয় দলকে ভালবেসে তিনি ২ হাজার ২২ ফিট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়েছেন। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে এ আনন্দ র‍্যালির আয়োজন করেছেন তিনি। এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। আর্জেন্টিনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মাইন উদ্দিন সুমন, হানিফ আরিফসহ আরও অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মেসি ও আর্জেন্টিনার ভক্ত। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা র‍্যালিতে অংশ নেন।

তাদের আশা, এ বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বছরের মাঝামাঝি সময়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। আর এবারই মধ্যপ্রাচ্যের কোনো মুসলিমপ্রধান দেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এ আসরে ৩২টি দল অংশ নেবে।

এ বিভাগের আরো খবর