পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে গুলি, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় রশিদ শেখ নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেলের এ ঘটনায় উভয় পক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
গুলিবিদ্ধ রশিদকে ঢাকায় নেয়া হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, নাজিরপুর বঙ্গমাতা মহিলা কলেজ মাঠে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে এক যুবক গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। তারা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে ১৫ নেতা-কর্মী আহত হন।
এ সময় রেজাউল সমর্থক ও উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ শেখ গুলিবিদ্ধ হন। তাকে ঢাকায় নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক সাহা জানান, আহত ৯ জনকে চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা পর্যবেক্ষণে আছেন।
হামলায় আহত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস বলেন, ‘বিকেলে কেন্দ্রীয় নেতারা কমিটি গঠনে সিদ্ধান্ত গ্রহণের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দোতলার একটি কক্ষে বসেন। আমরা ওই ভবনের নিচে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম। এ সময় পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম আউয়ালসহ অন্যদের সঙ্গে আসা এক যুবক পিস্তল দিয়ে গুলি ছোড়ে। ওই গুলিতে যুবলীগ নেতা রশিদ আহত হন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাঠে থাকা কমপক্ষে ১০টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘আমি কাউকে গুলি ছুড়তে দেখিনি। তবে গুলি করা হয়েছে উল্লেখ করে কয়েকজন চিৎকার করে দৌড় দেয়। পরে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। এ ঘটনায় তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে সকালে উপজেলা সদরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনিন্দ্র নাথ মজুমদার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।
এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হেসেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন ও মো. আনিসুর রহমান।
সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল।