রাজধানীর খিলগাঁও এলাকার বালু নদী থেকে এক যুবকের আংশিক গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের পরিচয় সম্পর্কে শনিবার রাত পর্যন্ত ধারণা পায়নি পুলিশ।
রাজধানীর ডেমরা রাজাখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় খিলগাঁও কায়েতপাড়া বাজারসংলগ্ন বালু নদীতে একটি মরদেহ ভাসছে বলে সংবাদ মেলে। সেটি উদ্ধার করে দেখা যায়, প্রায় ৪৫ কেজি ওজনের একটি পলিথিনের বস্তা নাইলনের রশি দিয়ে বাঁধা আছে মরদেহের পেটে। বস্তার ভেতরে পাওয়া যায় টুকরো পাথর।
তিনি বলেন, ‘আলামত বিশ্লেষণে এটি হত্যাকাণ্ড বলে ধরে নেয়া যায়। মরদেহ পচে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। সিআইডির ক্রাইম সিন ইউনিট তার ফিঙ্গারপ্রিন্ট নিতে চেষ্টা করেছিল, তা সম্ভব হয়নি। তার পরনে হালকা সবুজ রঙের একটি ফুলহাতার গেঞ্জি ছিল।’
যুবককে হত্যার পর মরদেহ অন্তত ৪-৫ দিন আগে নদীতে ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।