ঢাকার সাভার সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় আগুন লাগে।
চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আলমনগর হাউজিংয়ের ভেতরে উপজেলা সেটেলমেন্ট অফিসে আগুন লাগার তথ্য পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। তিন তলা অফিসের তৃতীয় তলায় আগুন লাগে। সেখানে অফিসের কাগজপত্র রাখা ছিল, সেগুলো পুড়ে গেছে।’
তিনি বলেন, ‘আমরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এখন ডাম্পিং চলছে। আগুনে ওই অফিসের আনোয়ার হোসেন নামে এক নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। তাকে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, সেটেলমেন্ট অফিসে আগুন লেগেছিল। বারান্দায় কিছু কাগজপত্র ছিল, সেগুলো পুড়ে গেছে। অফিসিয়াল ডকুমেন্টের কোনো ক্ষতি হয়নি। একজন দগ্ধ হয়েছেন। তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।