কক্সবাজারের উখিয়া থেকে আদালতে আনার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা আসামি মজিবুল আলম ওরফে মজিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
গ্রেপ্তার মজিয়া উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প/২ এর ১৩ নং ব্লকের দীন মোহাম্মদের ছেলে।
গত ২২ অক্টোবর তাকে প্রথমবারের মতো অস্ত্র মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মজিয়াকে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইতোপূর্বে নিউজবাংলায় প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা যায়, গত ২২ অক্টোবর বিকেলে ১২ জন আসামিকে উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়। পথে রামু তুলাবাগান সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান।
এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সুযোগ বুঝে অন্য আসামি মজিয়া পালিয়ে যান।