বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পতাকা টাঙাতে গিয়ে আরেক আর্জেন্টিনাপ্রেমীর মৃত্যু

  •    
  • ১৯ নভেম্বর, ২০২২ ১৫:৪২

খুঁটিতে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে নাবিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে নাবিল হোসেন নামে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ সকাল ৮টার টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নাবিল ওই এলাকার মো. মুরাদ হোসেনের ছেলে ও বিবিরহাট রশিদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজন জানান, খুঁটিতে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে নাবিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

জেলা পরিষদের সদস্য ও রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল জানান, নাবিল মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই অকালমৃত্যু কষ্টদায়ক। পতাকা টাঙানোর সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙানো উচিত নয়। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।

এর আগে ৮ নভেম্বর খাগড়াছড়ি সদরের খাগড়াপুরে পতাকা টাঙাতে গিয়ে ১৭ বছর বয়সী দীপেন ত্রিপুরা এবং ১৬ নভেম্বর টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছর বয়সী তানভীর হাসান তন্ময় নামে দুই ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করে। উভয়েই আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এ বিভাগের আরো খবর