আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘খেলা হবে’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা পুলিশকে রেখে খেলতে নামার আহ্বান জানিয়েছেন।
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশে এমন আহ্বান জানান দলটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন।
তিনি বলেন, “ওবায়দুল কাদের সাহেব কথায় কথায় বলেন, ‘খেলা হবে, খেলা হবে।’ আমরাও বলতে চাই, ‘খেলা হবে।’”
ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা পুলিশকে রেখে খেলতে আসেন। দুই ঘণ্টাও টিকতে পারবেন না। বিএনপি এখনও খেলা শুরু করেনি। বিএনপি খেলতে শুরু করলে দেশে মুজিব কোট পরা কোনো লোক থাকবে না।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘এই সরকারের দিন শেষ। তারা এখন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু তাদের পালাতে দেয়া হবে না।’
সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘সিলেট থেকে সরকার পতন আন্দোলন শুরু হলো। ডিসেম্বরে বিজয়ের মাসেই আমরা সরকারের পতন চাই।’
বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার বলেন, ‘১০ ডিসেম্বর আমরা ঢাকা শহরে আসছি। কোনো ধানাইপানাই চলবে না। ক্ষমতা ছাড়েন। না হলে ক্ষমতা থেকে টেনে নামানো হবে।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়। বেলা ১টার কিছুক্ষণ পর সমাবেশের মঞ্চে আসেন প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।