নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ন্যূনতম মজুরি মাসিক ২০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা। দাবি বাস্তবায়ন না হলে ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি করবেন তারা।
আজ দুপুরে বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদীবন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বাঁধ রোড, চকবাজার, লাইন রোড, সদর রোড ও ফজলুল হক এভিনিউ হয়ে মিছিলটি ফের নদীবন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদার প্রমুখ।