রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় বাইকের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন ৩৬ বছর বয়সী জজ মিয়া, ৩৪ বছরের আল আমিন ও ২৮ বছরের মেহেদী হাসান। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া পথচারীদের একজন জহিরউদ্দিন জানান, তিন বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
জহির আরও জানান, ফ্লাইওভার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত বলে জানান চিকিৎসক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ মাসুদ মিয়া জানান, নিহত তিনজনের কোনো স্বজন মরদেহ শনাক্ত করতে আসেননি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।