বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আর্জেন্টিনা কাপ জিতলে ১০টা ছাগল জবাই দেব’

  •    
  • ১৮ নভেম্বর, ২০২২ ২২:৩৮

চুয়াডাঙ্গা, বাগেরহাট ও সিরাজগঞ্জে শুক্রবার আর্জেন্টিনার ভক্তরা বিশাল সব পতাকা নিয়ে শোভাযাত্রা করেছেন। এর মধ্যে চুয়াডাঙ্গায় আর্জেন্টিনার ১ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে ‘১৫ মেসি ভক্ত দামুড়হুদা’ নামে একটি সংগঠন। 

বিশ্বকাপ ফুটবল শুরু হবে আগামি রোববার। এ নিয়ে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। প্রিয় দলের পতাকা কত বড় বানানো যায়- তা নিয়ে ভক্তরা যেন প্রতিযোগিতায় নেমেছেন।

চুয়াডাঙ্গা, বাগেরহাট ও সিরাজগঞ্জে শুক্রবার আর্জেন্টিনার ভক্তরা বিশাল সব পতাকা নিয়ে শোভাযাত্রা করেছেন।

এর মধ্যে চুয়াডাঙ্গায় আর্জেন্টিনার ১ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে ‘১৫ মেসি ভক্ত দামুড়হুদা’ নামে একটি সংগঠন।

সংগঠনে মুখপাত্র শুভ দাস বলেন, ‘আর্জেন্টিনা আমার প্রিয় দল। মেসি আমার প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে সংগঠনের পক্ষ থেকে ১ হাজার ফুট দীর্ঘ এই পতাকা বানান হয়েছে।

‘আগামি ২২ নভেম্বর আর্জেন্টিনার খেলা। আমাদের শোভাযাত্রা সেদিন পর্যন্ত চলবে। আর্জেন্টিনা এবার কাপ জিতলে আমরা ১০টা ছাগল জবাই দিয়ে খাওয়া-দাওয়া করব।’

দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে তাদের সঙ্গে যোগ দেন চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে আসা কয়েকশ আর্জেন্টাইন ভক্ত। স্টেডিয়াম থেকে তারা শোভাযাত্রা শুরু করে শহর ঘুরে হই-হুল্লোড় করে তারা।

বাগেরহাট শহরে এদিন বিকেলে রেলরোড থেকে আর্জেন্টিনার ভক্তরা ২০০ ফুট লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে। তাদের ঢাক-ঢোলের তালে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শহরের প্রধান সব সড়ক প্রদক্ষিণ করেন এই ভক্তরা।

শোভাযাত্রার আয়োজক তরুণ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ‘আগামী ২২ তারিখ আর্জেন্টিনার খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা শোভাযাত্রা বের করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল।

‘এ বিশ্বকাপে আর্জেন্টিনা নিজ যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বকাপে চ্যম্পিয়ন হবে বলে আমি আশা করছি। আশা করছি ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলবে।’

বাদ্যের তালে তালে সিরাজগঞ্জ শহরেও হয়ে গেছে আর্জেন্টাইন ভক্তদের শোভাযাত্রা। কারও হাতে দেশটির পতাকা, কেউ পরে ছিলেন জার্সি, কেউ পরেছেন মুখোশ।

শোভাযাত্রায় অংশ নেয়া একরামুর হক বলেন, ‘আমরা আর্জেন্টিনার ফ্যান। সমর্থকদের অনুপ্রেরণা দিতেই এমন আয়োজন।’

এ বিভাগের আরো খবর