বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বাইকের সংঘর্ষে দুই কিশোর নিহত

  •    
  • ১৮ নভেম্বর, ২০২২ ১৮:৫৮

তামিম মোটরসাইকেলে করে বাড়ি থেকে সদরপুর উপজেলা সদরের দিকে আসছিল। তার সঙ্গে বাইকে ছিল মো. হিরা নামে আরেক কিশোর। আর লিমন সদরপুর থেকে মনিকোঠার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে দুজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

ফরিদপুরের সদরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

উপজেলার আকটের চর ইউনিয়নের আমজেদ বেপারীর বাড়ির সামনে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদরপুরের আকটের চর ইউনিয়নের সাড়েং গ্রামের ১৬ বছর বয়সী তামিম বেপারী ও ডাঙ্গী গ্রামের ১৭ বছরের রিমন শেখ। এর মধ্যে তামিম স্থানীয় মোলায়েম ডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

এসব নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।

এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, তামিম মোটরসাইকেলে করে বাড়ি থেকে সদরপুর উপজেলা সদরের দিকে আসছিল। তার সঙ্গে বাইকে ছিল মো. হিরা নামে আরেক কিশোর। আর লিমন সদরপুর থেকে মনিকোঠার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে দুজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

স্থানীয়রা লিমনকে আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তামিমকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত হিরা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

এ বিভাগের আরো খবর