প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক পোস্ট দেয়ার অভিযোগে মো. নাহিদ হোসেন নামে মানিকগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাহিদ ছাত্রদলকর্মী বলে জানিয়েছে পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জ পৌরসভার বোয়ালিয়া থেকে বৃহস্পতিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, ‘জেলা ছাত্রদল কর্মী নাহিদ হোসেন তার ফেসবুকে প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ভিডিও তৈরি করেন।
‘বুধবার বিষয়টি জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম মনিটরিং সেল টিমের নজরে আসে। বৃহস্পতিবার রাতে নাহিদের নামে গোয়েন্দা পুলিশের এসআই আজহারুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা করেন।’
ওসি আরও বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে নাহিদ হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ, আইন-শৃঙ্খলা অবনতি এবং জনমনে ভীতি তৈরি করতেই নাহিদ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করেছেন।’