বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিনাকীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  •    
  • ১৮ নভেম্বর, ২০২২ ১০:৩৯

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. ফারুক হোসেন বলেন, ‘পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে। তার পূর্ণাঙ্গ ঠিকানার সন্ধান করা হচ্ছে। ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

ফ্রান্সের প্যারিসে অবস্থানরত ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্যের নামে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলায় পিনাকীসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ওই মামলার অপর দুই আসামি হলেন মফিজুর রহমান ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

আসামিদের মধ্যে মফিজুর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী আনসারী দেশটিতে রয়েছেন।

গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

পুলিশ জানায়, এই মামলার আসামি মফিজুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিটিটিসি।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. ফারুক হোসেন নিউজবাংলাকে বলেন, ‘পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে। তার পূর্ণাঙ্গ ঠিকানার সন্ধান করা হচ্ছে। ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

এ বিভাগের আরো খবর