গাইবান্ধায় বাসচাপায় দুজন নিহত হয়েছে। সম্পর্কে তারা নানি-নাতি বলে জানিয়েছে পুলিশ।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের ৪৫ বছর বয়সী সাবিনা বেগম ও তার ৫ বছরের নাতি টিয়া মনি। নিহত ছাবিনা স্থানীয় হোটেলে কাজ করতেন।
গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকালে নাতনিকে সঙ্গে নিয়ে তুলসীঘাটে আসেন সাবিনা বেগম। এ সময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল শিশু টিয়া, তার পেছনে দৌড় দেন সাবিনা। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।’