জামালপুরের ইসলামপুরে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার রাতে ইসলামপুর থানায় যুবলীগ নেতা ও মামলার আসামি মাসুদ রানা লেবুর নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ধর্ষণ মামলার বাদী।
মাসুদ রানা লেবু ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন যুবলীগের সভাপতি। ধর্ষণ মামলায় তার ভাই মো. সুরুজ্জামানও আসামি।
মামলার বাদী নারী জানান, ২০২১ সালের ১২ জুলাই তার মেয়েকে ধর্ষণের অভিযোগে ইসলামপুর থানায় তিনি মামলা করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছেন। তাদের লোকজন গত ৫ অক্টোবর সকালে বাদীর বাড়িতে হামলা করেন। বাদীর ছেলের নামে মিথ্যা মামলাও দেয়া হয়েছে।
বাদী বলেন, ‘এখন আমরা প্রাণভয়ে আছি। আমাদের নিরাপত্তা প্রয়োজন।’
অভিযুক্ত যুবলীগ নেতা মাসুদ রানা লেবু বলেন, ‘মামলা তুলে নিতে কোনো ধরনের হুমকি দেয়া হয়নি। মামলা আদালতে চলমান। আদালতেই সব প্রমাণ হবে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, ‘বাদী ও আসামির বাড়ি এক জায়গায়ই। আগের মামলার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’