চাঁদপুর শহরে লেডি প্রতিমা বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। ডাক্তার দেখিয়ে ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে প্রসবব্যথা বাড়লে ওই মাঠে আশ্রয় নেন তিনি। একপর্যায়ে স্কুলশিক্ষকদের সহযোগিতায় সেখানে তার সন্তান জন্ম নেয়।
আয়েশা বেগম নামে সদ্য মা হওয়া ওই নারীর বাড়ি সদরের রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামে। তার স্বামী মো. শরীফ কৃষিকাজ করেন।
আয়েশার বোনজামাই ফারুক গাজী জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য একাই শহরে এসেছিলেন তিনি। তার প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ২২ নভেম্বর। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তার ব্যথা বেড়ে যায়।
লেডি প্রতিমা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন জানান, স্কুলের মাঠে ওই নারীকে ব্যথায় কাতর দেখে শিক্ষার্থী ও কয়েকজনের সহায়তায় চাদর দিয়ে আড়াল করে তার প্রসবের জায়গা করে দেয়া হয়। খবর দেয়া হয় হাসপাতালেও।
ইয়াছমিন বলেন, ‘হাসপাতালের নার্সরা আসার আগেই তার সন্তান জন্ম হয়ে যায়। পরে নবজাতক ও মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিবুল আহসান চৌধুরী জানান, ‘লেডি প্রতিমা বালিকা বিদ্যালয় থেকে সংবাদ আসে যে প্রসবব্যথায় এক মা কাতরাচ্ছেন। তাৎক্ষণিক আমরা নার্সিং বিভাগের নার্স, স্টাফদের স্ট্রেচারসহ পাঠাই।
‘পর্যবেক্ষণের জন্য মা ও শিশু হাসপাতালে আছে এবং তারা সুস্থ আছে।’