মুন্সীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্লিংকার খালাস করার সময় শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্রেনের ধাক্কায় এক শ্রমিক মারা গেছেন।
পশ্চিম মুক্তারপুর এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ৩০ বছরের মোহাম্মদ আজিম নূর সাকিয়া-১ নামক জাহাজের গ্রিজার (ইঞ্জিনচালক) বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রিয়াজুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী জাহাজের মাস্টার সবুজ মিয়া জানান, সকালে জাহাজ থেকে শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্লিংকার খালাস করছিল শ্রমিকরা। এ সময় ওই শ্রমিক জেটিতে ওঠার সময় শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রিয়াজুল জানান, ক্রেনের ধাক্কায় ওই শ্রমিকের মৃত্যু হয়। তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে ওই শ্রমিককে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।