বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম যুবলীগ: সভাপতি পদ না পেয়ে পার্থ সারথির পদত্যাগ 

  •    
  • ১৬ নভেম্বর, ২০২২ ২৩:১৪

পার্থ সারথি চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্বের যাকে ভালো লেগেছে তাকে সভাপতি করেছে। আমি সহ-সভাপতির জন্য সিভি দিইনি। সভাপতি না করলে নেই। যেহেতু সহ-সভাপতি পদে সিভি দিইনি, তাই এই পদ থেকে পদত্যাগ করেছি।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি গঠনের দেড় ঘণ্টার মাথায় সভাপতি পদ না পেয়ে ‘সহ-সভাপতি’ পদ থেকে পদত্যাগ করেছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে যুবলীগের ইমেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। বিষয়টি পার্থ সারথি নিজেই নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে সহ-সভাপতি পদে সিভি না দেয়ার কথা উল্লেখ করে তিনি জানান, জীবন বাজি রেখে মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও সব অপশক্তি মোকাবিলা করে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্বকালে জেলার প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দাবি করে তিনি লিখেছেন, ‘যুবলীগের যাবতীয় নিয়ম ও বিধিবিধান মেনে গত ২৮ মে অনুষ্ঠিত সম্মেলনের পূর্বে সভাপতি পদে সিভি জমা দিয়েছি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তথা কাউন্সিলে সভাপতি পদে আমার নাম প্রস্তাবিত ও সমর্থিত হয়।

‘১৬ নভেম্বর আওয়ামী যুবলীগ ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটিতে আমাকে দ্বিতীয় সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে। যেহেতু আমি সহ-সভাপতি হিসেবে সিভি জমা দিই নাই, সেহেতু সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম।’

এ বিষয়ে পার্থ সারথি চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্বের যাকে ভালো লেগেছে তাকে সভাপতি করেছে। আমি সহ-সভাপতির জন্য সিভি দিইনি। সভাপতি না করলে নেই। যেহেতু সহ-সভাপতি পদে সিভি দিইনি, তাই এই পদ থেকে পদত্যাগ করেছি।’

পদত্যাগ করলেও নতুন কমিটির বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানান পার্থ সারথি।

এক যুগ পর বুধবার বিকেলে সোয়া ৩টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আংশিক-পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি দিদারুল আলমকে সভাপতি ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সদ্য সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরীসহ ১০ জনকে সহ-সভাপতি, ২ জনকে যুগ্ম সম্পাদক, ৫ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এর বাইরে ২ জনকে সহ-সম্পাদক, ৩ জনকে সদস্য ও বাকি ১১ জনকে বিভিন্ন বিষয়ে সম্পাদক করা হয়েছে।

১০১ সদস্যের নতুন কমিটিকে চলতি বছরের ২৮ মে (সম্মেলনের দিন) থেকে পরবর্তী তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। ১০১ সদস্যের মধ্যে শূন্য পদগুলো পূরণ করে নতুন কমিটিকে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ২০১০ সালের অক্টোবরে আ ম ম টিপু সুলতানকে সভাপতি ও পার্থ সারথি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি দেয়া হয়েছিল৷ এর এক যুগ পর নতুন কমিটি গঠনের উদ্দেশে চলতি বছরের ২৮ মে সম্মেলন করে দক্ষিণ জেলা যুবলীগ।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম আসায় কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল।

এ বিভাগের আরো খবর