সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইনের নিচে গাছের ডাল-পালা কাটার সময় আসিফ ইকবাল নামে এক শ্রমিককে কুপিয়েছেন এক বিদ্যুৎ গ্রাহক।
বুধবার বিকালে তাড়াশ পৌর এলাকার খুঁটিগাছা মহল্লায় এ ঘটনা ঘটে।
২৩ বছর বয়সী আহত আসিফ উপজেলার মাদারজানি গ্রামের আরিফ শেখের ছেলে। আর অভিযুক্ত গ্রাহক আব্দুল লতিফ খুঁটিগাছা মহল্লার মৃত আজমত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক নিরাপদ দাস।
এ ঘটনায় আব্দুল লতিফ ও তার স্ত্রী সবিতা খাতুনকে আসামি করে তাড়াশ থানায় মামলা হয়েছে। ঘটনার পরপরই থানা পুলিশ আব্দুল লতিফকে আটকও করেছে।
পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক নিরাপদ দাস জানান, বুধবার বেলা ৪টার দিকে তাড়াশ পৌর এলাকার খুঁটিগাছা মহল্লায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে গাছের ডাল-পালা কাটছিলেন শ্রমিকরা।
এ অবস্থায় পল্লী বিদ্যুৎ সমিতির নিযুক্ত শ্রমিক আসিফ ওই মহল্লার বিদ্যুৎ গ্রাহক আব্দুল লতিফের বাড়িতে সঞ্চালন লাইনের নিচে থাকা একটি সজনে গাছের ডাল কাটছিলেন। তা দেখে লতিফের স্ত্রী সবিতা বাধা দেন।
কিন্তু বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওই স্থানটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আসিফ ডাল-পালা কাটা অব্যাহত রাখেন। পরে সবিতা বাড়ির ভেতরে গিয়ে বিষয়টি স্বামীকে জানান।
এ সময় আব্দুল লতিফ ধারালো হাঁসুয়া নিয়ে দৌড়ে এসে আসিফের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
এতে গুরুতর আহত হয়ে ওই শ্রমিক চিৎকার শুরু করলে সহকর্মীরা এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই হাসপাতালের চিকিৎসক জুঁই বলেন, ‘আহত শ্রমিকের অবস্থা গুরুতর। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন।’
এ বিষয়ে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত আব্দুল লতিফকেও আটক করা হয়েছে।’