নওগাঁর মান্দায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে এক দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
ওই সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় অপর দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো শহিদুল ট্রেডার্স, হাজী স্টোর ও শরীফ ট্রেডার্স।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন জানান, মান্দার দেলুয়াবাড়ি এলাকায় বুধবার অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে শহিদুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা করা হয়।
তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় হাজী স্টোরকে ৩ হাজার টাকা এবং শরীফ ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ কর্মকর্তা আরও জানান, নিজেদের বানানো অবৈধ সিরাপ বিক্রি করত শহিদুল ট্রেডার্স।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অলীক গোবিন্দ সরকার ও মান্দা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।