বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্মীয়মাণ জাহাজে বিস্ফোরণ, ১ শ্রমিক নিহত

  •    
  • ১৬ নভেম্বর, ২০২২ ১৪:৪৭

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে এই ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান ঢাকার দোহারের বাসিন্দা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে তেলের ট্যাংক বিস্ফোরণে নুরুজ্জামান নামে এক জাহাজ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন সহিদুল এবং ইউনুস মিয়া নামে দুই শ্রমিক।

বুধবার সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে এই ঘটনা ঘটে। নুরুজ্জামান ঢাকার দোহারের বাসিন্দা।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক শহিদুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, জাহাজে কাজ করার সময় বিকট শব্দে তেলের ট্যাংক বিস্ফোরিত হয়। এ সময় তিনজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে যান। সেখানে নুরুজ্জামানের মৃত্যু হয়। আহত দুজনকে সেখানে ভর্তি করা হয়।

নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

এ বিভাগের আরো খবর