চাঁপাইনবাবগঞ্জে একটি আমবাগান থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমবাগানের দুই পাহারাদারকে আটক করা হয়েছে।
নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বারোমাসি কাটিমন জাতের আমবাগানটি থেকে বুধবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৫৩ বছর বয়সী শুকুদ্দি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের বাসিন্দা।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাটিমন আমের বাগানটিতে বেশ কিছুদিন থেকে আম চুরি হচ্ছিল বলে দাবি করেছেন বাগানটির পাহারাদাররা। তারা ওত পেতে ছিলেন, রাতে শুকুদ্দি নামে ওই ব্যক্তিকে বাগানে পেয়ে মারধর করে তাকে আটকে রাখেন। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় মরদেহ।
এ ঘটনায় বাগানের দুই পাহারাদার আসাদুজ্জামান শামীম ও হাসান আলীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভিন্ন কোনো ঘটনা থাকলে সেটিও তদন্তে বেরিয়ে আসবে বলে জানান ওসি।