মেয়াদ শেষ হওয়ার আগে এক বছরের মাথায় বরিশাল জেলা দক্ষিণ বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত এ কমিটিতে আবুল হোসেনকে আহ্বায়ক ও আবুল কালাম শাহিনকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত বছরের ৩ নভেম্বর মজিবুল হক নান্টুকে আহ্বায়ক ও আক্তার হোসেন মকবুলকে সদস্য সচিব করে জেলা দক্ষিণ বিএনপির কমিটি গঠন করেছিল কেন্দ্র। পরে চলতি বছরের ২২ জানুয়ারি ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
সম্প্রতি ওই কমিটির বিরুদ্ধে পদ বাণিজ্যসহ নানা অভিযোগ ছিল। একাধিক উপজেলায় এ কমিটির বিরুদ্ধে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা।
এদিকে জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ সিকদার ও সদস্য সচিব মিজানুর রহমান চুন্নু সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, শীঘ্রই সবগুলো ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হবে।