ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রায়ের বাজারে পরিত্যক্ত মার্কেটে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ডিএনসিসি ঘোষিত পরিত্যক্ত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা উচ্ছেদে এর আগে ২০০৬ ও ২০১৯ সালে দুই দফা অভিযান চালানো হয়।
সবশেষ অভিযানে ভবনের দ্বিতীয় তলায় অনুমোদনবিহীন বর্ধিত অংশের দোকানগুলো বন্ধ করে দেয়া হয়। অনুমোদনবিহীন অবৈধভাবে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য নির্মিত র্যাম্পটিও ভেঙে দেয়া হয়েছে।
এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ভবনের পুরনো রড ও কিছু সেড ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
উচ্ছেদ শেষে পরিত্যক্ত ভবনটিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তা সংবলিত ব্যানার টাঙিয়ে দেয়া হয়।
৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।