গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে পাঁচ পুরিয়া হেরোইনসহ এক দর্শনার্থীকে আটক করেছেন কারারক্ষীরা।
মঙ্গলবার বিকেল ৩টায় কাশিমপুর কারাগারের আরপি চেকপোস্টে এই আটকের ঘটনা ঘটে। আটক ব্যক্তি কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন।
৩৫ বছর বয়সী আটক আটক আমিনুল খন্দকার মাদারীপুর সদরের কুলপরদী গ্রামের বাসিন্দা।
কারা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্ট দিয়ে যাচ্ছিলেন আমিনুল। এ সময় সেখানে দায়িত্বে থাকা কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। পরে ওই দর্শনার্থীর পকেট থেকে ৫ পুরিয়া হেরোইন বের করে আনেন তারা।
এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘কারারক্ষীর মাধ্যমে খবর পেয়ে ওই দর্শনার্থীকে থানা হেফাজতে আনা হয়েছে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মাদক মামলায় বন্দি আসামি শম্পা পারভীনের সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলেন। উদ্ধার হওয়া হিরোইনের ওজন কাগজসহ ৭০ গ্রাম।’
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।