বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হবু স্ত্রীকে হত্যার দায়ে কথিত কবিরাজের মৃত্যুদণ্ডাদেশ

  •    
  • ১৫ নভেম্বর, ২০২২ ২০:০৮

মামলার বাদী নিহতের ভাই হান্নান কারী বলেন, ‘গ্রাম্য কবিরাজীর নামে আমার বোনের সঙ্গে প্রের্মের সর্ম্পক তৈরি করে শহীদুল। এক পর্যায়ে আমাদের পরিবার থেকেও তাদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু সে আমার বোনকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করে হত্যা করে ওড়না প্যাঁচিয়ে মৃতদেহ একটি বাগানে রেখে দেয়।’

মাদারীপুর সদরে হবু স্ত্রীকে হত্যার দায়ে কবিরাজ দাবি করা শহিদুল মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস মঙ্গলবার বিকেলে এ রায় দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সিদ্দিকুর রহমান সিং এসব জানিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সদর উপজেলার মহিষেরচর গ্রামে কবিরাজ হিসেবে পরিচিত ছিলেন শহিদুল। সে গ্রামের ফরিদা বেগমের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন তিনি। ফরিদার পরিবারের সঙ্গে কথা বলে বিয়েও ঠিক করেন। ২০০৮ সালের ৬ মে ফরিদাকে বাড়ি থেকে নিয়ে ঘুরতে যান শহিদুল। পরদিন কালকিনি উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামের একটি গাছে ফাঁস দেয়া অবস্থায় ফরিদার মরদেহ উদ্ধার করা হয়।

ওইদিনই কালকিনি থানায় শহিদুলকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই হান্নান কারী। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এই রায় দেয়া হয়।

মামলার বাদী নিহতের ভাই হান্নান কারী বলেন, ‘গ্রাম্য কবিরাজীর নামে আমার বোনের সঙ্গে প্রের্মের সর্ম্পক তৈরি করে শহীদুল। এক পর্যায়ে আমাদের পরিবার থেকেও তাদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু সে আমার বোনকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করে হত্যা করে ওড়না প্যাঁচিয়ে মৃতদেহ একটি বাগানে রেখে দেয়।

‘মামলায় যে রায় দিয়েছে, তাতে আমরা খুশি। তবে রায়টা দ্রুত কার্যকর করার জোর দাবি জানাই।’

এ বিভাগের আরো খবর