চাঁপাইনবাবগঞ্জে ভাই হত্যার মামলায় দুরুল হুদা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে তার।
মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এই রায় দেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রবিউল ইসলাম জানান, বাড়ির রাস্তা নিয়ে বড় ভাই আব্দুর রশিদের সঙ্গে দুরুল হুদার বিরোধ ছিল। এর জের ধরে ২০১৮ সালের ৪ মার্চ সকালে বাড়ির পাশে কাজ করার সময় আব্দুর রশিদকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন দুরুল।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী জেলেখা বেগম ওই দিনই গোমস্তাপুর থানায় দুরুল হুদাকে একমাত্র আসামি করে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল আদালতে মামলাটির অভিযোগপত্র দেন।
দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে মঙ্গলবার এই মামলার রায় দিয়েছেন বিচারক।