ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধে কামাল হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুরের বাসন থেকে মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিসারতপুর গ্রামের ৩০ বছর বয়সী মো. মাহবুল ও তার ২২ বছর বয়সী স্ত্রী নাজমা আক্তার।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।
তিনি জানান, চলতি বছরের ১১ আগস্ট দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে মাহবুল ও কামালের মধ্যে মারামারির শুরু হয়। এ সময় মাহবুলের স্ত্রীও মারামারিতে অংশ নেন। একপর্যায়ে কামালকে ছুরিকাঘাত করা হয়। আহত কামালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মেজর আখের মুহম্মদ জয় বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মাহবুল ও তার স্ত্রী নাজমা আক্তারসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।
ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যায় তারা আসামীরা। মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।