বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলাপাড়ার এসিল্যান্ডকে ছুরিকাঘাত সাভারে

  •    
  • ১৫ নভেম্বর, ২০২২ ০১:০৮

ওসি দীপক বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জেনেছি। তখন তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ঢাকার সাভারে ছুরিকাঘাতের শিকার হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

আহত আবু বক্কর সিদ্দিকীকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত বিষয়টিকে পুলিশ ছিনতাইয়ের ঘটনা বলে মনে করছে। তবে হামলার পেছনে ভিন্ন কারণ আছে কীনা তা তাৎক্ষণিক জানা যায়নি।

ওসি দীপক বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জেনেছি। তখন তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ছিনতাইকারীদের আটক করতে অভিযান চলছে বলে জানান ওসি।

আবু বক্কর সিদ্দিকী পটুয়াখালী কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য নিউজবাংলাকে বলেন, ‘আবু বক্কর সিদ্দিকীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে বলে আমাকে মুঠোফোনে জানানো হয়েছে। বিস্তারিত খবর জানার চেষ্টা করছি।’

এ বিভাগের আরো খবর