পল্টন থানার এসআই মোহাম্মদ আলী জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ফুটপাতের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রাজধানীর পল্টনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে স্টেডিয়াম মশাল গেট সংলগ্ন ফুটপাতের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, ওই ব্যক্তি ওইখানেই থাকতেন। সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। তারা ডিএনএ নমুনা সংগ্রহ করলে তার পরিচয় জানা যেতে পারে।’