বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুয়া আদেশ তৈরি: হানিফ পরিবহনের এমডিসহ চারজনকে তলব

  •    
  • ১৪ নভেম্বর, ২০২২ ২২:৫৫

হাইকোর্টের ভুয়া আদেশ তৈরির ঘটনায় তলব করা অপর তিনজন হলেন- হানিফ পরিবহন সুপার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরের রেজিস্ট্রার এবং অধিদফতরের ডেপুটি রেজিস্ট্রার (ট্রেডমার্ক)।

ট্রেডমার্ক নিয়ে বিরোধকে কেন্দ্র করে হাইকোর্টের ভুয়া আদেশ তৈরির ঘটনায় হানিফ পরিবহন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে তলব করেছে হাইকোর্ট। ২৪ নভেম্বর তাদেরকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একইসঙ্গে এ ঘটনার সঙ্গে সুপ্রিমকোর্ট প্রশাসনের কেউ জড়িত আছে কি না তা তদন্তে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

হানিফ পরিবহন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বাকিরা হলেন-হানিফ পরিবহন সুপার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরের রেজিস্ট্রার এবং অধিদফতরের ডেপুটি রেজিস্ট্রার (ট্রেডমার্ক)।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)।

ভুয়া আদেশনামা তৈরির বিষয়টি উল্লেখ করে রাষ্ট্র পক্ষের এই আইনজীবী বলেন, ‘এক ব্যক্তি আমাদের বেঞ্চের (বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ) একটি আদেশের সত্যায়িত অনুলিপির ফটোকপি আমাদের কাছে পাঠান সত্যতা যাচাইয়ের জন্য।

কিন্তু আদেশের অনুলিপি দেখে আমি বিষ্মিত হই। ওই আদেশে যা আছে, সেই এখতিয়ার আমাদের বেঞ্চের নেই। এছাড়া রাষ্ট্রপক্ষের যেসব আইনজীবীর নাম রয়েছে, তারা এই বেঞ্চের দায়িত্বে নেই। ‘রোববার আমি বিষয়টি আদালতের নজরে আনি। আদালতও এই আদেশর কপি দেখে বিষ্ময় প্রকাশ করেন। এরপর আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন। আজ আদালত আদেশে আবেদনকারী পক্ষ হানিফ পরিবহন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে তলব করেছেন।’

জালিয়াতির বিষয়ে তিনি বলেন, ২৩ অক্টোবরের একটি আদেশে দেখানো হয়েছে, হাইকোর্ট হানিফ পরিবহন সার্ভিস লিমিটেডের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন।

পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশে স্থিতাবস্থা দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই ভুয়া আদেশে।

শেখ সাইফুজ্জামান আরও বলেন, ‘আমাদের এই বেঞ্চে শুধু রুল শুনানি হয়। রুল জারির এখতিয়ার আপাতত এই বেঞ্চের নেই। যে কারণে বিষয়টি দেখেই আমাদের ভুয়া মনে হয়েছে।’

এ বিভাগের আরো খবর