দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে প্রায় ১২ লাখ টাকা চুরির ঘটনায় পুলিশ ব্যাংক কমকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুর ১টায় নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
গ্রেপ্তার দুজন হলেন- ৩৫ বছর বয়সী মো. বরকত জামান এবং ৩৮ বছর বয়সী রেজাউল ইসলাম। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের ফাষ্ট ট্রাকের জুনিয়র চ্যানেল অফিসার হিসেবে কর্মরত আছেন বরকত। তিনি জেলার বোদা থানার বাগপুর গ্রামের মৃত তবিজুল ইসলামের ছেলে।
অন্যজন রেজাউল বিকাশ ব্যবসায়ী এবং দিনাজপুর কোতোয়ালি থানার রাজারামপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ সুপার জানান, ১১ নভেম্বর রাতে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিডিএম মেশিন চুরি হয়। এ মেশিনের ভেতরে ছিল ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা।
ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অভিযুক্তরা বুথের প্রহরীকে নেশাজাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলেন এবং মেশিনের তালা খুলে রাখেন।
এ ঘটনায় পরদিন ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজার অপূর্ব রায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। পরে বিষয়টি তদন্ত করতে গিয়ে বরকতকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনিও দোষ স্বীকার করেন।
বরকতের দেয়া তথ্যের ভিত্তিতেই রেজাউলকে গ্রেপ্তার করা হয়। তিনিও টাকা চুরির বিষয়টি স্বীকার করেন।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা, ৪ লাখ টাকার ভুয়া ডিপোজিট স্লিপ, ৮টি এটিএম কার্ড এবং ৩টি হার্ডডিস্ক জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তার দুজনকে আদালেত সোপর্দ করা হবে। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।’